ইতিহাসের আয়নায় 27 সেপ্টেম্বর
আজ বিশ্ব পর্যটন দিবস
1760- মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।


1821- মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
1833- বাংলায় নবজাগরণের পুরোধা রাজা রামমোহন রায় মৃত্যুবরণ করেন।

1834- চার্লস ডারউইন(ঊনিশ শতকের একজন ইংরেজ জীববিজ্ঞানী। তিনিই প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন।) ভালপারাইসোতে ফিরে আসেন।

1843- ফরাসি গণিতবিদ গ্যাস্টন টেরি জন্মগ্রহন করেন।

1871- সাহিত্যে নোবেলজয়ী(1926) ইতালিয় লেখিকা গ্রাৎসিয়া দেলেদ্দার জন্মগ্রহন করেন।

1906- কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ি জন্মগ্রহন করেন।

1907- বৃটিশ বিরোধী উপমহাদেশীয় স্বাধীনতা আন্দোলনকারী ভগৎ সিং জন্মগ্রহণ করেন।

1924- মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ ফ্রেড সিংগার জন্মগ্রহণ করেন।

1928- আমেরিকার যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয়।
1932- ভারতীয় চলচ্চিত্রকার যশ চোপড়া জন্মগ্রহণ করেন।

1933- কবি কামিনী রায় মৃত্যুবরণ করেন।

1940- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বের্লিনে জার্মানী, জাপান ও ইতালী ত্রিপক্ষীয় চুক্তিতে সাক্ষর করে।
1942- স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।
1949- বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়।
1980- এই দিন থেকে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে।
1981- নিউ জিল্যান্ডের ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম জন্মগ্রহণ করেন।

2002- পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয়।