Saturday, April 27, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 27 আগস্ট

ফিরে দেখা 27 আগস্ট

1770- জার্মান দার্শনিক ভিলহেল্ম ফ্রিডরিখ হেগেল জন্মগ্রহন করেন।

ভিলহেল্ম ফ্রিডরিখ হেগেল

1870- শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।

1889- প্রথম বারের মত সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়।

1908- ক্রিকেট জগতের কিংবদন্তি ব্যাটসম্যান ডোনাল্ড ব্রাডম্যান জন্মগ্রহন করেন।

ডোনাল্ড ব্রাডম্যান

1908- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন জন্মগ্রহন করেন।

লিন্ডন বি. জনসন

1916- অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানিয়া।

1926- নরওয়েজীয় গণিতবিদ ও রাজনীতিবিদ ক্রিস্টেন নিগার্ড জন্মগ্রহন করেন।

ক্রিস্টেন নিগার্ড

1931- বাঙালি মহাত্মা ও হিন্দু ধর্মের সংস্কারক, লেখক, শিল্পী, কবি ও সঙ্গীতজ্ঞ চিন্ময় কুমার ঘোষ (শ্রী চিন্ময়) জন্মগ্রহন করেন।

শ্রী চিন্ময়

1958- সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসমেত স্পুটনিক-৩ উৎক্ষেপণ করে।

1976- কণ্ঠশিল্পী মুকেশ মৃত্যুবরণ করেন।

কণ্ঠশিল্পী মুকেশ

1991- সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।