Wednesday, April 17, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 24 আগস্ট

ফিরে দেখা 24 আগস্ট

1608- প্রথম সরকারিভাবে ইংলিশ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন।

1690- ইংরেজ ব্যবসায়ী জব চার্নক সদলে সুতানুটিতে ইংল্যান্ডের জাতীয় পতাকা ওড়ান। দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসেবে ধরা হয়।

জব চার্নক

1821- মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

1875- ক্যাপ্টেন ম্যাথুওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেন সাঁতার কেটে।

1893- সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে জন্মগ্রহন করেন।

কৃষ্ণচন্দ্র দে

1914- প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে।

1949- উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) গঠিত হয়।

1974- ফখরুদ্দিন আলি আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন।

ফখরুদ্দিন আলি আহমেদ

1991- পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে ।