Thursday, April 18, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 23 সেপ্টেম্বর

ইতিহাসে 23 সেপ্টেম্বর

1620- তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।

1833- নিউইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

1839- নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।

1846- জোহান গটফ্রিড গ্যালে নেপচুন গ্রহ আবিষ্কার করেন।

জোহান গটফ্রিড গ্যালে

1847- বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক আনন্দমোহন বসু জন্মগ্রহন করেন।

আনন্দমোহন বসু

1870- ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম দখল করে।

1907- কবি অজিত কুমার দত্ত জন্ম জন্মগ্রহন করেন।

অজিত কুমার দত্ত

1910- বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী প্রমথনাথ মিত্র মৃত্যুবরণ করেন।

প্রমথনাথ মিত্র

1939- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্ট্রিয় মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড মৃত্যুবরণ করেন।

সিগমুন্ড ফ্রয়েড

1943- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তনুজা জন্মগ্রহন করেন।

তনুজা

1949- সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।

1956- ইতালীয় ফুটবলার পাওলো রসি জন্মগ্রহন করেন।

পাওলো রসি

1973- নোবেলজয়ী(1971) কবি পাবলো নেরুদা মৃত্যুবরণ করেন।

পাবলো নেরুদা

1991- আর্মেনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।