Friday, April 26, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 17 অক্টোবর

ইতিহাসে 17 অক্টোবর

1817- সমাজসংস্কারক স্যার সৈয়দ আহমদ জন্মগ্রহণ করেন।

স্যার সৈয়দ আহমদ

1846- সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।

1848- সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।

1849- পোল্যান্ডের বিখ্যাত মিউজিক কম্পোজার ও পিয়ানো বাদক ফ্রেদেরিক শোপাঁ মৃত্যুবরণ করেন।

ফ্রেদেরিক শোপাঁ

1890- আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক লালন শাহ মৃত্যুবরণ করেন।

লালন শাহ

1903- মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।

অরভিল রাইট ও উইলবার রাইট

1905- বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।

রবীন্দ্রনাথ ঠাকুর

1914- গ্রিস ও এশিয়া মাইনরে প্রচন্ড ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

1915- মার্কিন নাট্যকার, প্রবন্ধকার এবং লেখক আর্থার মিলার জন্মগ্রহন করেন।

আর্থার মিলার

1920- তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

1934- নোবেলজয়ী (1906) স্পেনীয় জীববিজ্ঞানী শান্তিয়াগো রামন হাই কাজাল মৃত্যুবরণ করেন।

শান্তিয়াগো রামন হাই কাজাল

1936- ইরান-তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয়।

1963- ফরাসি গণিতবিদ জাক আদামার মৃত্যুবরণ করেন।

জাক আদামার

1963- জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে জেনিভা নিরস্ত্রিকরণ সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নসহ ১৭টি দেশের উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদিত হয়।

1969- চীনের ছিং রাজবংশের শেষ রাজা ফুই চিকিৎসার ব্যর্থতায় মারা যান।

1983- ফ্রান্সের বিশিষ্ট সমাজবিজ্ঞানী রেমন্ড এ্যারন মৃত্যুবরণ করেন।

রেমন্ড এ্যারন

1988- সিউলে ১৬০টি দেশের অংশগ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।

1989- যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া উত্তরাঞ্চলে প্রচন্ড ভূমিকম্প হয়। এই ভূমিকম্পে কমপক্ষে ২৭১ জনের মৃত্যু হয়। তা ছাড়া, দুর্গত এলাকায় কমপক্ষে ৫০০ জন আহত।

1994- চীনের শিনচিয়াংএর চিওহো প্রাচীন নগরে চীনের হ্যান রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয়।