Friday, March 29, 2024
আন্তর্জাতিক

মিশরে আইএসের সঙ্গে সংঘর্ষে ৬ সেনাসহ নিহত ৩০

মিশরের সিনাই উপদ্বীপে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় ৬ সেনা ও ২৪ জন হামলাকারী নিহত হয়েছে। রবিবার সিনাইয়ের কয়েকটি তল্লাশি চৌকিতে আইএস জঙ্গিরা ভারি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, তল্লাশি চৌকিতে জঙ্গিরা ভারী মেশিনগান ও মর্টার নিয়ে হামলা চালানো হয়। জবাবে সেনা সদস্যরা অ্যাপাচি হেলিকপ্টার ব্যবহার করে এর পাল্টা জবাব দেয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষে ২৪ জন হামলাকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো একজন। এছাড়া ধ্বংস করা হয়েছে জঙ্গিদের ২ টি এসইউভি। বিবৃতিতে আরো বলা হয়, ‘আমাদের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় আমরা প্রস্তুত।’

এরই মধ্যে এই হামলাগুলোর দায় স্বীকার করেছে আইএস। এর আগে গত শুক্রবার মিসর উপকূলে আইএসের হামলায় ছয় ব্যক্তি নিহত হয়েছিলেন।

বিশ্লেষকরা বলছেন, সিনাই উপত্যকা সন্ত্রাসমুক্ত করতে সেনাবাহিনী প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।