Thursday, April 25, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 09 সেপ্টেম্বর

ইতিহাসে 09 সেপ্টেম্বর

1087- ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম উইলিয়াম (ইংল্যান্ড) মৃত্যুবরণ করেন।

প্রথম উইলিয়াম

1791- প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে আমেরিকার রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি।

জর্জ ওয়াশিংটন

1828- রুশ কথাসাহিত্যিক লিও তলস্তয় জন্মগ্রহন করেন।

লিও তলস্তয়

1850- ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়।

1872- বিশিষ্ট লেখিকা সরলাদেবী চৌধুরানী জন্মগ্রহন করেন।

সরলাদেবী চৌধুরানী

1882- বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবী জন্মগ্রহন করেন।

অনুরূপা দেবী

1920- আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

1941- মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস রিচি জন্মগ্রহন করেন।

ডেনিস রিচি

1960- ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ পানি চুক্তি স্বাক্ষর।

1967- ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার জন্মগ্রহন করেন।

অক্ষয় কুমার

1968- বাঙালি লেখক অশোক বড়ুয়া মৃত্যুবরণ করেন।

1991- সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে।

1993- পিএলও বা প্যালেষ্টাইন লিবারেশন অরগানাইজেশন আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।