Monday, April 29, 2024
দেশ

রাস্তায় বসে নামাজ পড়ার সময় পুলিশের লাথি, ভাইরাল ভিডিও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্যস্ত রাস্তায় জুমার নামাজ পড়ছিল একদল মানুষ। পুলিশকে তাদের লাথি মেরে উঠিয়ে দিতে দেখা গেছে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি দিল্লির ইন্দারলোক এলাকায় ঘটেছে। চাপের মুখে ওই পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

34 সেকেন্ডের ওই ভিডিওতে পুলিশ অফিসারকে নামাজ পড়া সময় কয়েকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করতে দেখা যায়। পিছন থেকে দুইজনকে লাথি মারেন ওই পুলিশ আধিকারিক। এ সময় ব্যস্ত রাস্তায় বাস চলতে দেখা যায়। 

এম কে মীনা, ডেপুটি কমিশনার অফ পুলিশ (দিল্লি উত্তর) সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন, ‘আজ যে ঘটনাটি ঘটেছে তাতে, পুলিশ পোস্টের ইনচার্জ – যাকে ভিডিওতে দেখা গেছে – তাকে বরখাস্ত করা হয়েছে। প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

এই ঘটনায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে। জানা গেছে, লোকেরা রাস্তায় নামাজ পড়ছিল কারণ মসজিদটি মানুষে ভরা ছিল।

এদিকে এই ঘটনার পরে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।