Sunday, April 21, 2024
দেশ

ওড়িশায় প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রীকে হেনস্তা, ভাইরাল ভিডিও

বারগড়: প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রীর পোশাক নিয়ে টানাহেঁচড়া চলছে। ছাত্রীর শ্লীলতাহানির করছে এক দল দুষ্কৃতী। শত অনুনয় বিনয় করলেও দুষ্কৃতীদের রুখতে পারছেন না ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে ওড়িশার বারগড় জেলায়।

প্রকাশ্যে দিবালোকে তরুণীকে শ্লীলতাহানির ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আর এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকায় মূল অভিযুক্ত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কলেজ পড়ুয়াকে যুবতীকে কয়েকজন দুষ্কৃতী মিলে হেনস্তা করছে। ওই ছাত্রী শত অনুনয় বিনয় করলেও অভিযুক্ত যুবকদের তাতে ভ্রুক্ষেপই নেই। ওই ছাত্রীর কাকুতি মিনতিই কানে তোলেনি অভিযুক্তরা।অনেকে উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি কেউ। এমনকি ওই কলেজ পড়ুয়ার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করতে থাকে দুষ্কতীরা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় মূল অভিযুক্ত সহ ৮ জনকে গ্রেফতার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।