Friday, April 19, 2024
আন্তর্জাতিক

কিমের বোমায় মৃত্যু হতে পারে ৯০% মার্কিন নাগরিকের: দাবি মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের

মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করেছে, সম্প্রতি উত্তর কোরিয়া ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বোমা (EMP) তৈরি করেছে। যুক্তরাষ্ট্রে ওই অস্ত্রের হামলা হলে মৃত্যু হবে ৯০ শতাংশ মার্কিন নাগরিকের।

মার্কিন কংগ্রেসে তাঁরা জানিয়েছেন, কিমের সেনাবাহিনীর হাতে রয়েছে ‘ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বোমা (Nuclear Electromagnetic Pulse)। ইএমপি কমিশনের সাবেক প্রধান উইলিয়াম গ্রাহাম জানান, পারমাণবিক মিসাইলের মদতে আমেরিকার উপর ‘ইএমপি’ হামলা চালাতে পারে উত্তর কোরিয়া।

ওই বোমার ভয়াবহতার বর্ণনা করে গ্রাহাম জানান, ‘ইএমপি’ বোমার বিস্ফোরণে সৃষ্টি হবে শক্তিশালী তড়িৎ-চুম্বকীয় তরঙ্গের। ওই তরঙ্গের আঘাতে বিকল হয়ে যাবে আমেরিকার পাওয়ার-গ্রিড।

পাওয়ার-গ্রিড বিকল হয়ে গেলে বিমান, রেল, ব্যাঙ্ক ও হাসপাতালের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে। কম্পিউটার বিকল হয়ে ঘটবে হাজার হাজার দুর্ঘটনা। আকাশ থেকে ভেঙে পড়বে প্লেন। সিগনাল না পেয়ে ঘটে যেতে পারে রেল দুর্ঘটনা। ব্যাঙ্কের সমস্ত তথ্য নষ্ট হয়ে যাবে। ফলে ভেঙে পড়বে অর্থনীতি।

এই পরিস্থিতিতে মৃত্যুর মুখে পড়বে দেশের ৯০ শতাংশ মানুষ। মার্কিন নিরাপত্তামহলে উদ্বেগ বাড়িয়ে গ্রাহাম আরও দাবি করেছেন যে, আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম কিমের মিসাইল থামাতে সম্পূর্ণভাবে সক্ষম নয়। সূত্র- মিরর