Friday, April 26, 2024
রাজ্য​

“সকাল সন্ধ্যা ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ বলেলেই শতভাগ চাকরি দেওয়া হবে”, তৃণমূলের মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একের পর এক দুর্নীতির অভিযোগে জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একের পর এক নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাকরি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্য অস্বস্তিতে দিতে ফেলেছে তৃণমূলকে। এবার নতুন করে ফের আরেকবার তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

বৃহস্পতিবার মন্ত্রী সাবিনা ইয়াসমিন দলীয় কার্যালয়ে দাঁড়িয়ে বলেন, “যারা সকাল সন্ধ্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ করছে তাদেরকেই চাকরি দেওয়া হবে। অবশ্যই সেই তৃণমূল কর্মীকে শতাভাগ চাকরি দেওয়ার চেষ্টা করা হবে। তবে মেধার ভিত্তিতে সেই চাকরি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বাম আমলে যারা ঝোলা ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো তাদেরকেই চাকরি দেওয়া হয়েছে। তাই যারা সকাল-সন্ধ্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবে তাদেরকেই চাকরি দেওয়া হবে।”

উল্লেখ্য, ফেসবুক লাইভে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও বলতে শোনা যায়, “সুযোগ পেলে তৃণমূল কর্মীদের আবারও চাকরি দেব।”