Thursday, September 28, 2023
আন্তর্জাতিক

রাজধানী হীন দেশ নাউরু

পৃথিবীর সকল দেশেরই রাজধানী রয়েছে। তবে প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়াতে অবস্থিত ক্ষুদ্র দীপরাষ্ট্র নাউরুর কোন সরকারি রাজধানী নেই। আয়তনে বিশ্বের ৩য় ক্ষুদ্রতম ও জনসংখ্যায় বিশ্বের ২য় ক্ষুদ্রতম রাষ্ট্র নাউরুর সর্ববৃহৎ শহর ‘ইয়ারেন’ দেশটির রাজধানী হিসাবে বর্হিবিশ্বে পরিচিত। আয়তনে ২১ কিলোমিটার চোখজুড়ানো নৈসর্গিক দৃশ্যের দেশটির আরেক নাম হচ্ছে, ‘Pleasant Island’। দেশটির নিজস্ব কোন সেনাবাহিনী নেই। প্রতিরক্ষার জন্য নাউরু অষ্ট্রেলিয়ার ওপর নির্ভরশীল।