Monday, April 29, 2024
দেশ

NDA জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মহাগঠবন্ধন জোট ছেড়ে NDA জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জেডিইউ প্রধান। বিজেপির সমর্থনেই কুর্সিতে বসলেন তিনি।

মোদী মোদী এই স্লোগানের মধ্যেই দিয়েই রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতিশ কুমার। রবিবার সকালেই জেডিইউ প্রধান মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেন। তারপর ১২৮ জন বিধায়কের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের দাবি জানান। রাজ্যপালের অনুমতিতে রাজভবনে শপথ নেন। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী। তিনি উপমুখ্যমন্ত্রী হতে পারেন বলে খবর।

উল্লেখ্য, নীতীশ কুমার ২০২২ সালে শেষবার বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরজেডি’র সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছিলেন। এবার ফের গেরুয়া শিবিরে যোগ দিলেন।