Friday, March 29, 2024
দেশ

ভারত থেকে গরিবি-জাতপাত মুছে ফেলতে চায় মোদী সরকার

নয়াদিল্লি: আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের মাটি থেকে জাতপাতের বৈষম্য, দারিদ্র্য, দুর্নীতি ও সন্ত্রাসবাদকে মুছে ফেলতে বিশেষ উদ্যোগী হল নরেন্দ্র মোদী সরকার। ২০২২-এর মধ্যে দেশের ভোলবদল ঘটাতে নয়া নীতি গ্রহণ করল নীতি আয়োগ। এই বিষয়ে একটি খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

নয়াদিল্লিতে সেই খসড়াটি থিঙ্ক ট্যাঙ্কের চেয়ারম্যান রাজীব কুমার সমস্ত রাজ্যের রাজ্যপালদের কাছে পেশ করেছেন। তাঁর প্রশ্ন, স্বাধীনতার ৭৫ বছর পরও কেন ভারত থেকে দুর্নীতি, সন্ত্রাসবাদ, দারিদ্র্য, জাতপাতের রাজনীতি, উঁচু-নিচু ভেদাভেদকে মুছে ফেলা যাবে না?

রাজীব কুমার জানিয়েছেন, ২০৪৭-এ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির ১০০ বছর পূর্ণ করবে ভারত। তার আগেই ভারতকে বিশ্বের সেরা তিন দেশের তালিকায় তুলে আনতে বদ্ধপরিকর মোদী সরকার। প্রধানমন্ত্রীকেই উদ্ধৃত করে রাজীব জানিয়েছেন, ‘টেনশন-মুক্ত সমাজ গড়ে তোলা হবে।