Saturday, July 27, 2024
দেশ

করোনার তৃতীয় ঢেউ আসন্ন: নীতি আয়োগ

নয়াদিল্লি: ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ। প্রায় প্রতিটি রাজ্যেই কমছে দৈনিক সংক্রমণের সংখ্যা। বেশ কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই করোনার তৃতীয় ঢেউয়ের কথা বলে নিয়ে সতর্কবাণী দিল কেন্দ্র। ইতিমধ্যেই ভাইরাস বদলে ফেলেছে নিজের চরিত্র। তাই করোনার তৃতীয় ঢেউ আগেকার সব রেকর্ডকে টপকে যেতে যাবে। এমনই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

করোনার তৃতীয় ঢেউয়ের আগে কি সতর্কতার কথা জানাচ্ছে কেন্দ্রীয় সরকার? নীতি আয়োগের (Niti Aayog) সদস্য বিকে পাল বলেন, আমরা গত ডিসেম্বর ও জানুয়ারিতে যা যা করেছি, তা ফের পুনরাবৃত্তি হলে ফল হতে পারে মারাত্মক। অর্থাৎ করোনা বিধি পুনরায় উপেক্ষা করলে তৃতীয় ঢেউ দেশে ভয়াবহ আকার নিতে পারে বলে তিনি মনে করছেন। প্রথম ওয়েভে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমতেই করোনা বিধি শিথিল করা হয়। ভাবা হয়েছিল আমরা করোনাকে রুখে দিতে পেরেছি!

রিপোর্ট অনুযায়ী, তৃতীয় ঢেউয়ের আনুমানিক স্থায়ীত্ব হতে পারে প্রায় ৯৮ দিন। যেখানে দ্বিতীয় ঢেউয়ের স্থায়ীত্বকাল ১০৮ দিন। তবে করোনার তৃতীয় ঢেউ আরও প্রাণঘাতী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

করোনার তৃতীয় ঢেউয়ে কম বয়সীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। ১৫ থেকে ১৭ বছর বয়সীরা বেশি আক্রান্ত হতে পারে। তবে গণ টিকাকরণই তৃতীয় ঢেউ প্রতিরোধের একমাত্র উপায়। যত তাড়াতাড়ি সম্ভব সকলের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।