Tuesday, April 16, 2024
দেশ

সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক নয়, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আগের দেওয়া সিদ্ধান্তে পরিবর্তন এনে সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সিনেমা শুরুর আগে, হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলকনয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সিনেমা বিনোদনের ক্ষেত্র। তার সাথে দেশপ্রেমের কোনও সম্পর্ক নেই।

সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো হবে কিনা এ বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জানিয়ে সর্বোচ্চ এ আদালত বলেছে, কোনো প্রেক্ষাগৃহ যদি জাতীয় সঙ্গীত বাজাতেই চায়, সেক্ষেত্রে অবশ্যই দর্শকদের দাঁড়াতে হবে; কেবল প্রতিবন্ধীরাই এক্ষেত্রে ছাড় পাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট এ রায় দেয়। এর আগে ২০১৬ সালের নভেম্বরে আদালত প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত বাজানো এবং সেসময় সম্মান দেখাতে সবার দাঁড়ানো বাধ্যতামূলক বলে রায় দিয়েছিল। আপিল হলে গত বছরের অক্টোবরে রায়ে পরিবর্তন আনা হয়। “নিজেকে দেশপ্রেমিক প্রমাণের জন্য সিনেমা হলে দাঁড়ানোর প্রয়োজনীয়তা নেই। জাতীয় সঙ্গীত চলার সময় কেউ না দাঁড়ালে, তিনি কম দেশপ্রেমিক এটাও ধারণা করা যাবে না,” সেসময় বলেছিল আদালত।

এ নিয়ে দেশজুড়ে পক্ষে বিপক্ষে বিতর্ক চলছিল। বিতর্কের এ পর্যায়ে এসে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে সুচিন্তিত সুপারিশ পেশ করতে বলে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো এবং বাজানোর সময় দাঁড়িয়ে সম্মান জানানোর বাধ্যবাধকতা তুলে নেওয়ার পক্ষে অভিমত দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সুপারিশ পেশ করে।