Saturday, April 20, 2024
দেশ

পুরুষ অভিভাবক ছাড়াই হজে যেতে পারবে মুসলিম নারীরা: মোদী

নয়াদিল্লি: পুরুষ সঙ্গী ছাড়াই হজে যেতে পারবেন মুসলিম নারীরা। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এমনটা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুষ অভিভাবক সঙ্গীদের সাথে নিয়ে মুসলিম নারীদের হজে যাওয়ার অনুমতি প্রদানের বিষয়টিকে ‘অবিচার’ বলে আখ্যায়িত করে মোদী জানান, তাঁর সরকার এই বিধিনিষেধ তুলে দিয়েছে এবং এর ফলে ইতিমধ্যেই কয়েক শতাধিক মুসলিম নারী এককভাবেই হজে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

ভারতের স্বাধীনতার পর থেকে ৭০ বছর ধরে চলে আসা নিয়মের পরিবর্তন ঘটিয়েছেন মোদী। ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আগে নারীরা পুরুষ সফরসঙ্গী ছাড়া হজে যেতে পারতেন না। স্বাধীনতার পর থেকে এই নিয়ম চলে আসছিল। যা ছিল মুসলিম নারীদের সঙ্গে অন্যায়। বহু ইসলামিক দেশেই এই নিয়ম নেই। ওই নিয়ম তাই আমরা পরিবর্তন করেছি।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সরকার নিয়ম তুলে ফেলার পর এবার হজে যেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১ হাজার ৩০০ মুসলিম নারী আবেদন করেছেন। একা মহিলা আবেদনকারীদের লটারি ব্যবস্থার বাইরে রাখা হবে। তাদের জন্য থাকবে সংরক্ষিত আসন।’

দেশের উন্নয়নে নারী শক্তির ভূমিকার কথা মনে করিয়ে মোদী বলেন, ‘নারী শক্তির বিকাশ ছাড়া ভারতের উন্নয়ন সম্ভব নয়। ভারতে পুরুষ ও নারীরা যাতে সমান সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে।’