Saturday, April 20, 2024
খেলা

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে বিরাট

দুবাই: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে থেকেই বছর শেষ করলেন বিরাট কোহলি। এক নম্বরেই থাকলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এবারের অ্যাশেজের চতুর্থ টেস্টে দ্বিশতরান করার সুবাদে ৯ ধাপ উঠে এখন ব্যাটসম্যানদের মধ্যে আট নম্বরে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক।

রবিবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি। অ্যাসেজে দলের ৪৯১ রানের মধ্যে ২৪৪ রানই করেছিলেন কুক। এরপর তাঁর সামনে এখন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথম ৯টি স্থানে কোনও বদল হয়নি। বছর শেষে শীর্ষে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। তাঁর পরেই এখন রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাসিগো রাবাদা। ভারতের দুই অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা যথাক্রমে তিন ও ছয় নম্বরে। শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ চতুর্থ স্থানে। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন বাংলাদেশের শাকিব আল হাসান। দু’নম্বরে অশ্বিন।