Saturday, July 27, 2024
দেশ

‘এয়ার স্ট্রাইক পাকিস্তানে হয়েছে, সেখানে জঙ্গি মরেছে, তবে ভারতের কিছু মানুষ দুঃখ করছেন’

ভোপাল: মধ্যপ্রদেশের জনসভা থেকে পাকিস্থানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার করা এয়ার স্ট্রাইক ইস্যুতে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কটাক্ষ, এয়ার স্ট্রাইক পাকিস্তানে হয়েছে, সেখানে জঙ্গি মরেছে। তবে ভারতের কিছু মানুষ দুঃখ করছেন।

বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের কড়া সমালোচনা করে মোদী বলেন, এই সেই ব্যক্তি যিনি ২০০৮ সালের মুম্বাই হামলার পরে পাকিস্তানকে ক্লিনচিট দিয়েছিলেন। এদিন সেই ব্যক্তিই পুলওয়ামা হামলাকে দুর্ঘটনা বলেছেন। এই হল কংগ্রেসের মানসিকতা।

মোদী বলেন, ভারত এখন সন্ত্রাসবাদী ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের জানিয়ে দিতে পেরেছে যে, এই সময় আছে, শুধরে যাও। নাহলে কোনও উপায় নেই। যদি তারপরও তা শোধরায়, তাহলে কী হাল হতে পারে, সেটাও আমরা বলে দিয়েছি।

প্রসঙ্গত, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনাকে ‘দুর্ঘটনা’ বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।