পুলওয়ামার জঙ্গি হামলাকে ‘দুর্ঘটনা’ বলে তীব্র বিতর্কে কংগ্রেস নেতা দিগ্বিজয়
নয়াদিল্লি: পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইকে আদৌ কোনও ক্ষতি হয়েছে কিনা, প্রশ্ন তুলেছিলেন দিগ্বিজয়। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়। সেই মন্তব্যের সাফাই দিতে গিয়ে আরও একটি বেফাঁস মন্তব্য করে বসলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। এবার পুলওয়ামার ভয়াবহ জঙ্গি হামলাকে দুর্ঘটনা বলে বসলেন তিনি।
किन्तु पुलवामा दुर्घटना के बाद हमारी वायु सेना द्वारा की गयी “Air Strike” के बाद कुछ विदेशी मीडिया में संदेह पैदा किया जा रहा है जिससे हमारी भारत सरकार की विश्वसनीयता पर भी प्रश्न चिन्ह लग रहा है।
— digvijaya singh (@digvijaya_28) 5 March 2019
পুলওয়ামায় CRPF জওয়ানরা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন! জঙ্গি হামলায় শহিদ হননি! বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের টুইটের জেরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
हमें हमारी सेना पर उनकी बहादुरी पर गर्व है व सम्पूर्ण विश्वास है। सेना में मैंने मेरे अनेकों परिचित व निकट के रिश्तेदारों को देखा है किस प्रकार वे अपने परिवारों को छोड़ कर हमारी सुरक्षा करते हैं। हम उनका सम्मान करते हैं।
— digvijaya singh (@digvijaya_28) 5 March 2019
টুইটে দিগ্বিজয় সিং লিখেছেন, পুলওয়ামার দুর্ঘটনার পর দ্বিতীয়বার বায়ুসেনার এয়ার স্ট্রাইক করার পর কিছু বিদেশি মিডিয়া এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এর ফলে ভারত সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সারা বিশ্বে।