গ্যাসের দাম আরও ১০০ টাকা কমালো মোদী সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে ফের গ্যাসের দাম কমালো কেন্দ্রের মোদী সরকার। এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Ujwala Yojona) গ্যাসের দাম আরও ১০০ টাকা কমানো হল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ছাড়পত্রের ঘোষণা করেছে।
উল্লেখ্য, এর আগে আগস্টের শেষের দিকে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, উজ্জ্বলা যোজনার গ্যাসেও বাড়তি ২০০ টাকা করে ছাড় দেওয়া হয়। এবার ফের উজ্জ্বলা যোজনা গ্যাসে ১০০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিলো কেন্দ্র।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেন, ‘উজ্জ্বলা যোজনা গ্যাসে ২০০ টাকা নয়, মোট ৩০০ টাকা ছাড় দেওয়া হবে।’
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশে উজ্জ্বলা যোজনার আওতায় প্রায় ৯ কোটি গ্রাহক রয়েছেন। লোকসভা ভোটের আগে গ্যাসের দামে এই বিরাট ছাড় মোদী সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।