Saturday, May 18, 2024
রাজ্য​

পিসি-ভাইপোর পরিবারতন্ত্র বাংলা লুঠ করেছে: মোদী

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যকার বাগযুদ্ধে লোকসভা নির্বাচনের ঝড় পুরোদমে বইতে শুরু করেছে বাংলায়। বুধবার শিলিগুড়ি এবং কলকাতার ব্রিগেডে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে তুলোধুনো করেন নরেন্দ্র মোদী।

পিসি মমতা-ভাইপো অভিষেক মিলে পশ্চিমবঙ্গ লুট করেছে অভিযোগ তুলে পরিবারতন্ত্র থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন মোদী। তবে মমতাও ছেড়ে কথা বলেননি। কোচবিহারে নির্বাচনী সমাবেশে নরেন্দ্র মোদীকে ‘এক্সপায়ারি বাবু’ খেতাব দিয়ে বলেছেন, আগে দিল্লি সামলান, এরপর পশ্চিমবঙ্গ নিয়ে ভাববেন।

মোদী বলেন,৫৫ বছর এদেশ পরিবারতন্ত্রের মধ্যে ছিল। দেশের ৭২ বছেরর স্বাধীনতার মধ্যে ১৫-১৬ বছরই মাত্র গণতন্ত্র এদেশে বেঁচে ছিল। বাংলাতেও এবার শুরু হয়েছে পরিবারতন্ত্র। তবে এবার বাংলার মানুষ আর এটা মেনে নেবে না।

কংগ্রেস ও তৃণমূলকে একই তিরে বিদ্ধ করে মোদী বলেন, ৫৫ বছরের পরিবারতন্ত্রে বহু যুবক শেষ হয়ে গিয়েছেন। তবে এবার আর তা হতে দেওয়া যাবে না। আগামী ৫ বছর দেশের উন্নয়নের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হোন। আর তাহলেই ৭২ বছরের ক্ষতিপূরণ হবে।