ধর্ষণের অভিযুক্ত হলে মিলবে না সরকারি চাকরি, ঘোষণা ছত্তিশগড় সরকারের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ধর্ষণের মতো ঘৃণ্য অভিযোগে যুক্ত থাকলে সরকারি চাকরির দরজা বন্ধ করলো ছত্তিশগড় সরকার। এমনকি শ্লীলতাহানি কিংবা মহিলাদের বিরুদ্ধে কোনও ধরনের অপরাধে অভিযুক্ত থাকলেও মিলবে না সরকারি চাকরি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
ভূপেশ বাঘেল জানান, ‘তাঁর সরকারের অগ্রাধিকার হলো মহিলাদের নিরাপত্তা দেওয়া। তাই ধর্ষণে অভিযুক্তদের জন্য সরকারি চাকরির দরজা বন্ধ থাকবে।’
উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে নারী নির্যাতনে দেশের মধ্যে পঞ্চম স্থানে ছিল ছত্তিশগড়। ২০২১ সালে ছত্তিশগড় ১১ নম্বরে নেমে গিয়েছে। এই সফলতার পিছনে প্রশাসনিক তৎপরতাকেই তুলে ধরা হয়েছে।