মিয়া মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি: সামনেই অসমে বিধানসভা ভোট। তার আগে ফের ধর্মীয় মেরুকরণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এবার মুসলিম ভোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সেরাজ্যের প্রতিমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। রবিবার তিনি বলেন, অসম বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে কোনও আসন পাবে না। কারণ মিয়া মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। এমনটাই দাবি করেন তিনি।
অতীত অভিজ্ঞতার বরাত দিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মিয়া মুসলিমরা পঞ্চায়েত ও গত ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে পক্ষে ভোট দেয়নি।
তিনি বলেন, মিয়া মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, আমি অভিজ্ঞতার আলোকে এই কথা বলছি। পঞ্চায়েত এবং ২০১৪ সালের লোকসভা ভোটে ভোট দেয়নি। তাই রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে মিয়া মুসলিমদের হাতে থাকা আসনগুলি ভোট পাবে না বিজেপি।
বিধানসভা নির্বাচন সম্পর্কে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমরা মিয়া মুসলিম অধ্যুষিত আসনে আমাদের প্রার্থী দেব। যাতে যারা মিয়া মুসলিমদের সাথে সম্পর্ক না রাখা মানুষ বিজেপির পক্ষে ভোট দিতে পারে।
উল্লেখ্য, ১২৬ আসনের অসম বিধানসভা ভোট সম্ভবত এ বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে পারে।


