Thursday, November 13, 2025
রাজ্য​

বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ২৫,০০০ কোটি টাকা

নয়াদিল্লি: আসন্ন বিধানসভা ভোটের আগে বড়সড় উপহার পেল পশ্চিমবঙ্গ। নরেন্দ্র মোদী সরকারের বাজেটে কি কি পেল বাংলা। রাজ্যবাসীর মন জিততে কি ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একনজরে দেখে নিন-

#. রাস্তার পরিকাঠামো উন্নয়নের জন্য দেশের চার রাজ্যে নয়া অর্থনৈতিক করিডর করা হবে। উল্লেখ্য, এই চার রাজ্যেই আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গে সড়ক সংস্কারের জন্য ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৬৭৫ কিলোমিটার অর্থনৈতিক করিডর তৈরি করা হবে। পাশাপাশি, কলকাতা-শিলিগুড়ি সড়কের উন্নয়ন করা হবে।

#. রেলের বাজেটে খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ইস্ট-কোস্ট ফ্রেট করিডর নির্মাণের কথা বলা হয়েছে। ইস্ট-ওয়েস্ট ফ্রেট করিডরে যুক্ত থাকবে খড়গপুর এবং ডানকুনি। পাশাপাশি, ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের গোমো-ডানকুনি শাখা নিয়ে প্রস্তাবও দেওয়া হয়েছে।

#. অসম এবং পশ্চিমবঙ্গের চা-শ্রমিকদের উন্নয়নে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সড়ক পরিকাঠামো উন্নয়নের জন্যে তামিলনাড়ুতে ৩,৫০০ কিলোমিটার জাতীয় হাইওয়ে কাজের জন্য ১.০৩ লাখ কোটি টাকা বিনিয়োগের ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। প্রকল্প নির্মাণের কাজ আগামী বছর শুরু হবে। এছাড়া কেরলের জাতীয় সড়কে ১,১০০ কিলোমিটার কাজের জন্য ৬৫ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি।