Tuesday, September 26, 2023
বিনোদন

উইনস্টেনের যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন মল্লিকা দুয়াও!

হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ উঠছে। অ্যাঞ্জলিনা জোলিসহ বেশ কয়েকজন নায়িকা তার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। নিজেদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থার করুণ অভিজ্ঞতার কথা সামনে আনছেন তাঁরা।

এরই ধারাবাহিকতায় এবার মার্কিন প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সামনে আনলেন কমেডিয়ান মল্লিকা দুয়া। ফেসবুকে তিনি লিখেছেন, তাঁর যখন মাত্র সাত বছর বয়স তখন তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল।

মল্লিকা লিখেছেন, `তখন আমার সাত বছর বয়স। বোনের ১১। আমরা নিজেদের গাড়িতে যাচ্ছিলাম। মা গাড়ি চালাচ্ছিল। সে (উইনস্টেন) বসেছিল আমাদের পেছনের সিটে। সারা রাস্তা সে তার হাত আমার স্কার্টের ভেতর রেখে বসেছিল।

আমার বোনের পিঠে হাত বোলাচ্ছিল। আমার বাবা অন্য একটা গাড়িতে ছিলেন। পরে গোটা ঘটনা বাবা বুঝতে পারেন। পরে তাকে মারধর করা হয়।

Me too.

A post shared by Mallika Dua (@mallikadua) on


ফেসবুকে যৌন হেনস্থার ঘটনা সামনে আনার উদ্যোগটি প্রথম নেন আমেরিকান তারকা আলিসা মিলানো। কেউ যৌন নির্যাতনের শিকার হয়ে থাকলে সেই ঘটনার কথা লেখার আবেদন জানান তিনি। আবেদনে সাড়া দেন অনেকে। মি টু লিখে নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন অত্যাচারের কাহিনি সামনে আসতে শুরু করে। গোটা বিশ্বের একাধিক তারকা ইতিমধ্যে যৌন অত্যাচারের কাহিনি সামনে এনেছেন। ঐশ্বরিয়া রায়কেও একান্তে পেতে চেয়েছিলেন উইনস্টেইন এমন অভিযোগও উঠেছে।


সূত্র : ডেইলি মেইল।