Monday, June 24, 2024
আন্তর্জাতিক

মালয়েশিয়ার সব নাগরিকের মোবাইল ডাটা চুরি!

মালয়েশিয়ার মোবাইল কোম্পানিগুলোর সব গ্রাহকের তথ্য চুরির ঘটনা ঘটেছে। দেশটির কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) সোমবার এক ফেসবুক বার্তার মাধ্যমে চুরির ঘটনাটি স্বীকার করেছে।

ওই হ্যাকিংয়ের ঘটনায় মালয়েশিয়ার ৪ কোটি ৬০ লাখের বেশি মোবাইল ফোনগ্রাহকের ডাটা চুরি হয়ে গেছে। ফাঁস হওয়া ডাটার মধ্যে দেশটির মোট জনসংখ্যার ৩ কোটি ২০ লাখের মোবাইল নম্বর, ইউনিক ফোন সিরিয়াল নম্বর এবং বাসার ঠিকানা রয়েছে।

হ্যাকাররা নাগরিকদের স্পর্শকাতর বিভিন্ন তথ্যের পাশাপাশি দেশটির একাধিক সরকারি ও বাণিজ্যিক ওয়েবসাইট থেকেও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র : বিবিসি