Monday, June 24, 2024
কলকাতা

ভয়াবহ অগ্নিকাণ্ড ট্যাংরার প্লাস্টিক কারখানায়, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

কলকাতা: ষষ্ঠীর সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগলো ট্যাংরার একটি প্লাস্টিক কারখানায়। আগুন নেভাতে  ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ট্যাংরা থানার অন্তর্গত ৭০ ডি সি দে রোডের একটি প্লাস্টিক কারখানায়। তবে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঠিক কি কারণে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়, তবে প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন নিমেষেই ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন পাঠিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আরও ১০টি ইঞ্জিন পাঠাতে হয়।

প্রচুর প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ থাকায় ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ছুটি থাকায় কারখানায়  কেউ উপস্থিত ছিলেন না। ফলে হতাহতের কোনও খবর নেই। দমকলের তরফে জানানো হয়েছে, কারখানাটিতে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না। থাকলেও তা কাজ করেছিল কি না, খতিয়ে দেখা হবে। দমকল ও পুলিশ পৃথক তদন্ত করবে এই অগ্নিকাণ্ডের ঘটনায়।