Saturday, July 27, 2024
দেশ

অসমে গ্রেপ্তার ৩১ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী

গুয়াহাটি: অসমের গুয়াহাটি রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে থেকে গ্রেপ্তার করা হল ৩১জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে। আটকদের মধ্যে ১০ জন পুরুষ, আটজন নারী ও বাকিরা শিশু-কিশোর। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ত্রিপুরার আগরতলা হয়ে বাংলাদেশে ফেরার পথে এতজন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তারা ৩ বছর ধরে ব্যাঙ্গালুরুতে কাজ করছিলেন বলেও জানিয়েছে পুলিশ। তারা আগরতলা হয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করছিল। এ সময় গুয়াহাটি রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে তাদের আটক করা হয়।

প্রসঙ্গত, একদিন আগেই বাংলাদেশ সরকারের এক আধিকারিক জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা দিয়েছেন যে কোনও এনআরসিতে যাদের নাম নেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। এরপর এই গ্রেপ্তারির ঘটনায় হইচই শুরু হয়েছে।

গত জুলাইে অসমের নাগরিকপঞ্জি তালিকা থেকে রাজ্যের ৪০ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছে। তারপরে আবেদন করা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ফের একবার সংশোধিত তালিকায় কাদের নাম থাকে তা নিয়ে জল্পনা তো রয়েইছে। তার মধ্যে নতুন করে ধরপাকড় নতুন করে উদ্বেগ বাড়ালো।