Thursday, January 16, 2025
রাজ্য​

প্রতিদিন রাতে আপনারা রাস্তায় থাকলে অনেক মানুষের অসুবিধা হয়: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডের বিচারের দাবিতে যখন গোটা রাজ্য তথা দেশের মানুষ প্রতিবাদে নেমেছে ঠিক তখনই রাজ্যবাসীকে উৎসবে ফেরার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘এক মাস ১ দিন হয়ে গেছে। এবার উৎসবে ফিরুন। 

সোমবার নবান্ন সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘কোনও প্রতিবাদে রাজ্য সরকার বাধা দেয়নি। তবে এবার পুজোয় ফিরুন। রাতে পুলিশ পাহারা দেয়। দুর্ঘটনা, দুর্যোগেও পাহারা দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা রাস্তায় থাকলে অনেক মানুষের অসুবিধা হয়। অনেক এলাকায় বয়স্ক মানুষও আছেন। মাইক লাগালে তাঁদের ঘুমের অবিধা হয়। যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের। রাত ১০ টার পর মাইক বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা ছেড়ে দিয়েছি।’