Saturday, July 27, 2024
রাজ্য​

আগামী দিনে কেন্দ্রে সরকার গড়বে তৃণমূল: মমতা

আলিপুরদুয়ার: বাংলায় ৪২টি আসনের মধ্যে শূন্য আসন পাবে বিজেপি। বাংলা জেতা এত সহজ নয়। বাঙালিদের তাড়ানো সহজ নয়। দড়ি কলসি দেব রাজনৈতিক জলে ডুবে মরুক ওরা। আলিপুরদুয়ারের বারোবিশায় শনিবার নির্বাচনী জনসভায় গিয়ে একথাই বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা আত্মবিশ্বাসী, আগামী দিনে তৃণমূল কংগ্রেসই দিল্লিতে সরকার গড়বে। এদিন তিনি আরও একবার বলেন, মোদীবাবুর এক্সপায়ারি ডেট ওভার হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নতুন স্লোগান, অবুঝ নয়, সবুজ চাই।

মুখ্যমন্ত্রী বলেন, এবারে বিজেপিকে জেতালে দেশের স্বাধীনতা থাকবে না। বাবাসাহেব আম্বেদকরের সংবিধান থাকবে না। কারও স্বাধীনতা থাকবে না। গণতন্ত্র থাকবে না। কেউ কথা বলতে পারবে না। সংখ্যালঘুদের অধিকার থাকবে না। মোদী হিটলারের ঠাকুরদাদা।

পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মনে করিয়ে দেন, ১০০ দিনের কাজ, অবসরকালীন ভাতা কিংবা দরিদ্রদের জন্য বরাদ্দ বিনামূল্যের ঘরের জন্য কেউ ঘুষ চাইলে তৎক্ষণাৎ সে বিষয়ে জানালে দলমত নির্বিশেষে পদক্ষেপ করবে তৃণমূল সরকার।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, পাহাড়ে যেভাবে অশান্তি ছড়িয়েছিল বিজেপি, সেভাবেই জল বার্লাকে প্রার্থী করে আলিপুরদুয়ারেও অশান্তি ছড়াতে চাইছে তারা। অথচ তাঁর সরকার রাজবংশী, আদিবাসী, বনবাসী সবাইকে নিজস্ব মর্যাদা দিয়েছে।

ভোটের জন্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে রাজ্যবাসীকে মমতার আবেদন, তিনি নিজে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সম্মান করেন, রাজ্যবাসীও যেন তাঁদের যথাযোগ্য মর্যাদা দেন। কারণ কেন্দ্রীয় বাহিনী বিজেপির লোক নয়।