‘রাম-বাম এক হয়ে গেছে, হতে দাও, আমি একাই একশো’, হুঙ্কার মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রেড রোডের ইদের নমাজের মঞ্চ থেকে বিজেপি ও বাম দলকে একযোগে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় বললেন, রাম-বাম এক হলেও তিনি একাই একশো। তাঁর মতে, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি এককভাবেই।
বিক্ষোভের কটাক্ষ ও ধর্মীয় সম্প্রীতির বার্তা
লন্ডনের কেলগ কলেজে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ‘‘রাম – বাম একসঙ্গে টিকিট কেটে গিয়ে আমাকে প্রশ্ন করছে, তুমি কি হিন্দু? আমি বলেছি, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রীস্টান, আমি শিখ, আমি ভারতীয়।’’
তিনি এদিন আরও বলেন, ‘‘নবরাত্রি চলছে। আমি সেজন্যও শুভকামনা দেব। কিন্তু আমি চাই না এজন্য আপনি দাঙ্গা করুন। সাধারণ মানুষ এসব করে না। একটা রাজনৈতিক দল করে। লজ্জার কথা, দুঃখের কথা, যে লাল পার্টি আগে ধর্মনিরপেক্ষতার বড় বড় কথা বলত, আজ লাল আর গেরুয়া এক হয়ে গিয়েছে। হতে দেও। আমি একাই লড়াই করব। আমি একাই একশো।’’
বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভেদের অভিযোগ
নাম না করে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি রামকৃষ্ণ – বিবেকানন্দের ধর্মকে মানি। জেনেশুনে একটা নোংরা ধর্ম এই ভুয়ো রাজনৈতিক দল বানিয়েছে, তাকে আমি মানি না। ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে। সমস্ত হিন্দু আপনাদের বিরুদ্ধে নয়। সমস্ত খ্রীস্টান আপনাদের বিরুদ্ধে নয়। কয়েকজন রাজনৈতিক নেতা আছেন, যারা এসব নিয়ে ব্যবসা করেন। ওদের দোকান আমি বন্ধ করে দেব, যদি আপনারা সবাই একজোট থাকেন।’’
রাজনৈতিক বার্তা ও ভবিষ্যতের লড়াই
মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, তিনি বিজেপি ও বামফ্রন্টের জোটবদ্ধ রাজনীতিকে তীব্র সমালোচনা করেছেন এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তাঁর কথায় উঠে এসেছে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এককভাবে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে, রাজ্যের রাজনৈতিক সমীকরণে এই মন্তব্য কী প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ।