Monday, April 29, 2024
আন্তর্জাতিক

ভাত নিয়ে মন্তব্য করে বিপাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার জাতীয় খাবার ভাত নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। গত বৃহস্পতিবার পার্লামেন্টে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি ভাত খাই না। আমি ভাতের চেয়ে কুইনোয়া (দক্ষিণ আমেরিকার এক প্রকার খাদ্য) পছন্দ করি। আমার ছেলে আমাকে এটা চিনিয়েছে।

এরপরই বিরোধীরা তার এই মন্তব্যকে লুফে নেয়। তারা বলতে শুরু করেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তিনি জাতীয় খাদ্যকে অবমাননা করছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তার মন্তব্যের কড়া সমালোচনা চলছে।

চলতি বছরের নির্বাচনেও এই বিতর্ক চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে দুর্নীতির বড় ধরনের অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, কুইনোয়া হলো কাউনজাতীয় এক রকম শস্য। যা দিয়ে বিভিন্ন রকম খাদ্য প্রস্তুত করা হয়। তবে এই শস্যটি চালের চেয়ে বেশি দামি।