Saturday, July 27, 2024
দেশ

গ্রামকে করোনামুক্ত করতে পারলেই মিলবে ৫০ লাখ টাকা, ঘোষণা এই রাজ্যের

মুম্বাই: মারণ করোনাভাইরাসের জেরে কার্যত থেমে গিয়েছে জনজীবন। গোটা বিশ্ব আজ করোনার বিরুদ্ধে লড়াই করছে। এর মধ্যেই রাজ্যকে করোনামুক্ত করতে নয়া উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। সম্প্রতি মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে, গ্রামকে করোনামুক্ত (Corona-free Village) করতে পারলেই মিলবে ৫০ লাখ টাকা পুরস্কার।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ‘আমার গ্রাম করোনামুক্ত’ উদ্যোগের কথা ঘোষণা করেছেন। সেই উদ্যোগের অংশ হিসেবে রাজ্যের গ্রামোন্নয়ণ মন্ত্রী হাসান মুশরিফ ঘোষণা করেন বিশেষ এই প্রতিযোগিতার কথা।

হাসান মুশরিফ বলেন, সমস্ত বিধিনিষেধ মেনে করোনার সংক্রমণ আটকাতে পারলে মহারাষ্ট্রের প্রতিটি রাজস্বওয়াড়ি অঞ্চলের বিজয়ী গ্রামকে দেওয়া হবে ৫০ লাখ টাকা পুরস্কার। এই প্রতিযোগিতার জন্য একটি কমিটিও গঠন করেছে মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্রের ৬টি রাজস্বওয়াড়ি অঞ্চল থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী গ্রামকে বেছে নেওয়া হবে। প্রথম স্থানাধিকারী গ্রামকে ৫০ লাখ টাকা, দ্বিতীয় স্থানাধিকারী গ্রামকে ২৫ লাখ টাকা এবং তৃতীয় স্থানাধিকারী গ্রামকে ১৫ লাখ টাকা দেওয়া হবে। অভিনব এই উদ্যোগে খুশি হয়েছেন গ্রামবাসীরাও। – Mint