Saturday, July 27, 2024
রাজ্য​

কেন পরীক্ষায় পাশ করেও চাকরি পাচ্ছে না বাংলার যুবক-যুবতীরা? মোদী

কোচবিহার: উনিশের লোকসভা নির্বাচনে এবার বিজেপির পাখির চোখ পশ্চিমঙ্গ। ৩ এপ্রিল পশ্চিমবঙ্গে জোড়া সভার পর আবার আজ, রবিবার ফের কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করছেন প্রধানমন্ত্রী। এদিনের ফের একবার তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, দিদি(মমতা বন্দ্যোপাধ্যায়) কী আপনাদের বলেছেন কেন পরীক্ষায় পাশ করার পরও বাংলার যুবক যুবতীরা চাকরি পায় না? ত্রিপুরাতেও একই জিনিস হত। এখন বামেদের হাত থেকে ক্ষমতা আমাদের হাতে এসেছে। ত্রিপুরায় আমরা বামেদের মডেলকে গ্রহণ করিনি।

মোদী বলেন, দিদির আসল চেহারা বিশ্বের সামনে নিয়ে আসা জরুরি। দিদি বাংলার সংস্কৃতি, গৌরব, নাগরিকদের জীবন ধ্বংস করার চেষ্টায়। কেন রাজ্যে সপ্তম বেতন কমিশন লাগু হচ্ছে না, তার কারণ কী দিদি বলেছে আপনাদের? কেন পরীক্ষায় পাশ করেও চাকরি পাচ্ছে না বাংলার যুবক-যুবতীরা? কেন চা-বাগানে সমস্যা? এসবের উত্তর কী দিদি দিয়েছে?

মোদী বলেন, ত্রিপুরাতেও বামেরা অরাজকতা চালিয়েছে। পশ্চিমবঙ্গেও একই কাজ করছে দিদি। ত্রিপুরার মানুষ পরিবর্তন চেয়েছিল। অনেক অপেক্ষার পর তাঁরা বিজেপির ওপরই ভরসা করে তাদের দায়িত্ব দিয়েছে। বাংলার মানুষও বুদ্ধিমান। ত্রিপুরায় বামদের মডেল আমরা গ্রহণ করিনি। আমরা বিকাশের ওপর জোর দিয়েছি।