চৌকিদারের জনপ্রিয়তায় ঘুম উড়েছে দিদির: মোদী
কোচবিহার: কোচবিহারের রাসমেলা ময়দানে থেকে রাজ্য সরকারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, দিদির বিনাশের স্মারক দাঁড়িয়ে রয়েছে। সামনে দিদির মঞ্চ দিয়ে কী নির্বাচন জেতা যায়। দিদি এবং তাঁর গোলামরা নাটক করছে। ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করছে। কিন্তু তাদের এত বাধা সত্ত্বেও জনগণের উৎসাহ দেখে আমি অভিভূত।
প্রধানমন্ত্রী বলেন, সে ভীষণ ভয় পেয়ে গিয়েছে তা বারবার প্রমাণিত হচ্ছে, কারণ আমার বিরুদ্ধে ক্রমশ সুর চড়ছে। আপনারা যত মোদী মোদী করছেন, সেইসব শুনে একজনের ঘুম উড়ে যাচ্ছে। কে সে জানেন? পশ্চিমবঙ্গের স্পিডব্রেকার দিদি। আর তাই নিজের কর্মী, ইলেকশন কমিশনের ওপর রেগে যাচ্ছেন।
আপনাদের আমার প্রতি ভালোবাসায় স্পীডব্রেকার দিদির ঘুম উড়ে গিয়েছে : প্রধানমন্ত্রী শ্রী @narendramodi #IsBaarPhirModi pic.twitter.com/xfsM6zXp5Z
— BJP Bengal (@BJP4Bengal) 7 April 2019
মোদী বলেন, আমার স্বপ্ন ২০২২ সালের মধ্যে প্রত্যেকের কাছে নিজেদের পাকা বাড়ি হোক। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ১৩ লাখ বাড়ি তৈরী করেছে এই চৌকিদার কিন্তু দিদি সেই কাজে স্পিডব্রেকার হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর তাই অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত। তাই দিদিকে উচিত শিক্ষা দিতে পশ্চিমবঙ্গে পদ্ম বেশি সংখ্যায় ফুটতে হবে। দিল্লিতে আপনাদের আওয়াজ পৌঁছতে এই কাজ করতে হবে। দিদিকে আপনাদের ভালোর জন্য হারাতে হবেই।