Saturday, July 27, 2024
দেশ

লাইসেন্স ছাড়া কিনতে পারবেন না মোটরসাইকেল

কলকাতা: দুর্ঘটনা কমাতে এবার দক্ষ চালকদের হাতে মোটরসাইকেল ছেড়ে দিতে চায় রাজ্য সরকার। সে কারণে আগে মোটরসাইকেল পরে লাইসেন্স নেয়া বন্ধ করছে। এখন মোটরসাইকেল কিনতে গেলে আগেই ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এবার থেকে ড্রাইভিং লাইসেন্স না থাকলে কোনো ব্যক্তি কাছে মোটরসাইকেল বিক্রি করতে পারবে না শো-রুমগুলো।

পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই এই নির্দেশনা রাজ্যের প্রত্যেক রোড ট্রান্সপোর্ট অথরিটিতে পাঠানো হয়েছে। এছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশনের নিয়মেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রাজ্যের সব কটি জেলার পরিবহন দপ্তরে ইতোমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। খুব শিগগিরই নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

পরিবহন দপ্তর জানিয়েছে, গত ৩ বছরে দুই চাকার যানে দুর্ঘটনা বাড়ছে। বিশেষত গত কয়েক দিনে শহর এবং শহরতলিতে একাধিক বাইক এবং স্কুটি দুর্ঘটনায় অল্পবয়সীদের মৃত্যুর ঘটনায় চিন্তিত রাজ্য প্রশাসন। একের পর এক মোটরসাইকেল দুর্ঘটনার পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।