Thursday, April 25, 2024
দেশ

বিজেপি টিকিট দিলে লোকসভা নির্বাচনে লড়বোঃ কঙ্গনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিভিন্ন রকম মন্তব্য করেন সর্বদা আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। অন্য বিষয়ের পাশাপাশি রাজনীতি বিষয়েও মন্তব্য করতে দেখা যায় তাকে। যার ফলে অভিনেত্রী সক্রিয় রাজনীতিতে যোগদানের বিষয় বারবার গুঞ্জন উঠেছে। কিন্তু সেসব গুঞ্জন বরাবরই উড়িয়ে দিয়েছেন তিনি। তবে এবার নিজের মুখেই রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন কঙ্গনা।

অভিনেত্রী বলেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়াই করতে চান তিনি। হিমাচল প্রদেশের (Himachal) মান্ডি থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি।’

একটি অনুষ্ঠানে কঙ্গনাকে প্রশ্ন করা হয় তিনি রাজনীতিতে আসবেন কিনা? জবাবে তিনি বলেন, ‘তিনি সবসময় রাজনীতিতে যোগদান ইচ্ছুক। হিমাচল প্রদেশের মানুষ যদি তাকে সেবা করার সুযোগ দেয়, তাহলে সেটা তার কাছে সৌভাগ্যের বিষয় হবে।’

অভিনেত্রী বলেন, ‘আমি চাই কঠোর পরিশ্রমীরা এগিয়ে আসুক। অনেকেই আছেন যারা কঠোর পরিশ্রমী, তারা রাজনীতিতে এগিয়ে আসুক।’

পাশাপাশি এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মহাপুরুষ’ বলে অভিহিত করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয় যে, নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী একে অন্যের প্রতিপক্ষ। নরেন্দ্র মোদী খুব ভালোভাবেই জানেন তাঁর সমকক্ষ কেউ নেই।’