Wednesday, April 24, 2024
দেশ

‘কাজ করতে চাইলে বিজেপিতে তার জন্য বড় জায়গা রয়েছে’, কঙ্গনাকে স্বাগত জানিয়ে বললেন নাড্ডা

কলকাতা ট্রিবিউন ডেস্কঃ রাজনীতি নিয়ে প্রায়শই মন্তব্য করতে শোনা যায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut )। এরপরেই জল্পনা ছড়িয়েছিল তাহলে অভিনেত্রী কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, ‘তিনি সর্বদাই রাজনীতিতে যোগদান ইচ্ছুক। বিজেপি যদি তাকে টিকিট দেয় তাহলে আসন্ন লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।’

কঙ্গনা রানাওয়াতকে দলে নেওয়া প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় অভিনেত্রীকে দলে নেওয়ার ব্যাপারে কি ভাবছে বিজেপি? এই প্রশ্নের জবাবে জেপি নাড্ডা বলেন, ‘যে কেউই বিজেপিতে স্বাগত। দলীয় অনুশাসন মেনে যারা বিজেপিতে যোগদান করতে চান, তারা দলে যোগ দিতে পারেন।’

কঙ্গনা রানাওয়াত প্রসঙ্গে জেপি নাড্ডা বলেন, ‘অভিনেত্রীকে বিজেপিতে স্বাগত। কেউ কাজ করতে চাইলে বিজেপিকে তার জন্য বড় জায়গা রয়েছে।’ আসন্ন লোকসভা নির্বাচনে কঙ্গনাকে টিকিট দেওয়া প্রসঙ্গে জেপি নাড্ডা বলেন, ‘কোনও বিজেপিতে যোগ দেওয়া যায় না। এটা আমাদের দলের নিয়ম। নির্বাচনী টিকিট দেওয়ার বিষয়টি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দল ঠিক করবে কি টিকিট পাবে, কে পাবেন না।’

জেপি নাড্ডা জানান, ‘টিকিট দেওয়ার বিষয়ে তৃণমূলের থেকে শুরু করে নির্বাচন কমিটি সংসদীয় দলে আলোচনা হয়। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়। সবাইকে বিজেপিতে স্বাগত। তবে কোথায় কাজ করবে সেটা দল ঠিক করবে।’