Saturday, July 27, 2024
খেলা

অলিম্পিকে ডিসকাস থ্রোয়ের ফাইনালে কমলপ্রীত কৌর

টোকিও: দুর্দান্ত পারফরম্যান্স করে অলিম্পিকে মহিলাদের ডিসকাস থ্রো বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন কমলপ্রীত কৌর। গ্রুপ বি থেকে ফাইনালে জায়গা করে নিলেন কমলপ্রীত। উল্লেখ্য, এটাই কমলপ্রীতের প্রথম অলিম্পিক। আর অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিলেন পাঞ্জাবের মেয়ে কমলপ্রীত।

৬৪ মিটার দূরে ডিসকাস থ্রো করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন কমলপ্রীত। প্রথম থ্রোয়ে ৬০.২৯ মিটার দূরে ডিসকাস ছোড়েন কমলপ্রীত। দ্বিতীয় থ্রোয়ে ৬৩.৯৭ মিটার দূরে। তৃতীয় থ্রোয়ে ৬৪ মিটার। দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন সান্দ্রা পারকোভিকসের ৬৩.৭৫ মিটারের থ্রোকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি।


৬৪ মিটার দূরে ডিসকাস থ্রো করা খুবই কঠিন ব্যাপার। দুটি গ্রুপের ৩১ জন অ্যাথলিটের মধ্যে কমলপ্রীত-সহ মাত্র দু’জন ৬৪ মিটার দূরে ডিসকাস থ্রো করতে পেরেছিলেন। আগামী ২ আগস্ট ফাইনাল খেলবেন কমলপ্রীত।

তবে গ্রুপ ‘এ’ থেকে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন ভারতের অপর অ্যাথলিট সীমা পুনিয়া। তাঁকে নিয়ে আশাবাদী ছিল গোটা দেশ। তবে খেলায় সীমা হেরে যাওয়ার কালে সেই স্বপ্ন ভেঙে যায়। এখন গোটা ভারতবাসী তাঁকিয়ে ২ আগস্ট কমলপ্রীতের দিকে।