এক দশক পর জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট, নির্ঘণ্ট প্রকাশ, ৩ দফায় হবে নির্বাচন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এক দশক পরে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শুক্রবার নির্বাচন কমিশন জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে।
মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ‘জম্মু-কাশ্মীরে ৩ দফায় ভোট হবে। প্রথম দফায় ভোট হবে ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর এবং তৃতীয় দফায় ১ অক্টোবর। ৪ অক্টোবর ভোটগণনা এবং ফলাফল প্রকাশ করা হবে ৬ অক্টোবর।