Wednesday, October 9, 2024
আন্তর্জাতিক

‘বাংলাদেশে বর্তমানে মাত্র ৮ শতাংশ হিন্দু বাস করে, শূন্য না করে ছাড়বে না মুসলিমরা’, বিস্ফোরক দাবি তসলিমা নাসরিনের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাসিনা সরকারের পদত্যাগের পরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সীমাহীন নির্যাতন চালানো হয়। বাংলাদেশের প্রায় প্রতিটা জেলায় হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলার ঘটনা ঘটে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন।

ফেসবুক পোস্টে লেখিকা লিখেছেন, “লজ্জা লিখেছিলাম ৩২ বছর আগে। দেশের সব শ্রেণীর লোকেরা ধিক্কার দিয়েছিল লজ্জা লিখেছিলাম বলে, বলেছিল আমি নাকি মিথ্যে কথা লিখেছি, বাংলাদেশে হিন্দুদের ওপর নাকি অত্যাচার হয় না। এই মুসলমানেরা চোখ বন্ধ করে থাকে, কানে তুলো দিয়ে রাখে। 

আজও কি তারা দেখেও দেখছে না হিন্দুর বাড়ি ঘর লুঠ করা, পুড়িয়ে দেওয়া? নতুন এক নির্যাতন শুরু হয়েছে, বড় পদে চাকরি করছে যে হিন্দুরা, তাদের ভয় দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে। এর ফল কী হবে? হিন্দুরা আবারও দলে দলে দেশ ত্যাগ করবে। যদিও সাহস করে র‍্যালিতে স্লোগান দিয়েছিল, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার?’ স্লোগান, র‍্যালি তাদের নিরাপত্তা দিয়েছে কতটুকু? বাপ দাদার ভিটে মাটিতে বাস করা বুঝি হিন্দুদের আর হলো না। মাত্র ৮% হিন্দু বাস করে বাংলাদেশে। একে ০% না করে ছাড়বে না মুসলমানেরা। শিয়া, আহমদিয়ার সংখ্যাও ০ করবে। নাস্তিক, যুক্তিবাদী, মুক্তচিন্তকের সংখ্যাও ০ করবে। অতঃপর তারা মুসলমানে মুসলমানে যুদ্ধ করবে, এবং মরবে। বোধোদয় কি তারপর হবে? আমার মনে হয় না।”