Saturday, September 14, 2024
দেশ

জুম্মাবারে নামাজের জন্য রাজ্যসভায় বরাদ্দকৃত সময় বাতিল করলেন জগদীপ ধনকর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জুম্মাবার শুক্রবারে নমাজ পড়ার জন্য রাজ্যসভায় ৩০ মিনিট বরাদ্দ থাকতো। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এই বরাদ্দ বন্ধ করলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। 

ধনকরের বক্তব্য, লোকসভার সঙ্গে সমতা আনতেই রাজ্য সভাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, সংসদে সকল সম্প্রদায়ের সদস্যরা রয়েছেন, তাহলে শুধুমাত্র মুসলিমদের জন্য ব্যতিক্রম নিয়ম হবে কেন?

সংসদের অধিবেশন চলাকালীন রাজ্যসভার মধ্যাহ্নভোজের বিরতি নির্ধারিত ছিল দুপুর ১ থেকে দুটো পর্যন্ত। তবে শুক্রবার জুম্মার নামাজের জন্য আরও অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ ছিল। ধনকর বরাদ্দকৃত অতিরিক্ত ৩০ মিনিট সময় প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

ধনকর বলেন, সংসদে সমস্ত সম্প্রদায়ের সদস্যরাই রয়েছেন। তাহলে কেবলমাত্র মুসলিম সাংসদ সদস্যদের জন্য নিয়মের ব্যতিক্রম হবে কেন? কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আইনের ব্যতিক্রম হতে পারে না।