ইসরায়েলে হামলায় হামাসের মাস্টারমাইন্ডকে খতম করলো IDF
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় জঙ্গি গোষ্ঠী হামাস। ইসরায়েলের ১৪০০-র বেশী মানুষকে হত্যা করে হামাস জঙ্গিরা। এবার এই হামলার মাস্টারমাইন্ড হামাস নেতা আল কাচিকে খতম করল IDF (ইজরায়েল ডিফেন্স ফোর্স)।
ইজরায়েল প্রশাসন দাবি করেছে, তাদের দেশের অভ্যন্তরীণ ও সেনা গোয়েন্দার সাহায্যে ইজরায়েলি বায়ুসেনা আলি কাচিকে খতম করেছে।