Friday, December 13, 2024
দেশ

প্যালেস্টাইনের সমর্থনে পোস্ট করলেই কড়া ব্যবস্থা: যোগী আদিত্যনাথ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে ইসরায়েল-প্যালেস্টাইন ইস্যুতে উত্তপ্ত গোটা বিশ্ব। ইসরাইল এবং প্যালেস্টাইনের সমর্থনে দু’দলে ভাগ হয়ে গিয়েছে মানুষ। কেউ ইসরায়েলকে সমর্থন করছেন। আবার কেউ প্যালেস্টাইনকে। ভারত সরকার ইতিমধ্যেই হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে ঘোষণা করেছে এবং ইসরাইলকে সমর্থন করেছে। এবার ইসরায়েল-হামাস যুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে কথা বললেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

যোগী আদিত্যনাথ সাফ বলেছে, সোশ্যাল মিডিয়া কিংবা রাস্তায় নেমে প্যালেস্টাইনের সমর্থনে কিছু বলা যাবে না। ইসরায়েলের উপর হামাসের হামলার দিনই ইসরাইলকে সমর্থন করেছে ভারত সরকার। যুদ্ধের চতুর্থ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তখনও মোদী ইসরাইলের পাশে থাকার বার্তা দেন।

যোগী আদিত্যনাথ বলেন, ইসরায়েল-হামাস ইস্যুতে ভারতের অবস্থানের বিরোধিতা করতে পারবে না ভারতের কেউ। সম্প্রতি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি (এএমইউ) ক্যাম্পাসে ‘ইসরায়েল-বিরোধী’ মিছিল বের করে। এরপরেই কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

এ বিষয়ে রাজ্যের সিনিয়র জেলা পুলিশ আধিকারিকদেরকে মুসলিম ধর্মগুরুদের সাথে কথা বলতে বলা হয়েছে। এটা স্পষ্ট করতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে প্যালেস্টাইনের সমর্থনে কোনও পোস্ট করা যাবে না। এমনটা কররে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

কয়েকদিন আগে শত শত ছাত্র আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাসে ‘ফিলিস্তিনপন্থী’ স্লোগান দেয়। গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানায়। ক্যাম্পাসে ‘ইসরায়েল-বিরোধী’ মিছিল বের করে।