তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের ভাঙন তৃণমূলে। এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কলকাতা পুরসভার মেয়র ও পুর ও নগোরন্নয়নমন্ত্রীর ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। শনিবার কংগ্রেসে যোগ দেন ইয়াসির। ইয়াসির যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন।
এদিন অধীররঞ্জন চৌধুরীর হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন ইয়াসির। বছর ঘুরলেই লোকসভা ভোট। ভোটের আগে তার এই দলবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেসে যোগদানের পর ইয়াসির বলেন, ‘তৃণমূলে কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। কংগ্রেস ভেঙেই তো তৃণমূল হয়েছিল। তাই আবার কংগ্রেসে যোগ দিলাম।তৃণমূল তোলাবাজি, দুর্নীতিতে যুক্ত। তবে আমি এ সবে যুক্ত ছিলাম না। আমি আমার সবটুকু দিয়ে কাজ করছিলাম। কিন্তু ২০২১ সালের ভোটে আমাকে প্রার্থী করা হয়নি। উচ্চ-নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি।’
ইয়াসিরের অভিযোগ, ‘যারা দিনরাত এক করে দলের জন্য কাজ করেন তারা পাত্তা পান না। টিকিট পান সেলিব্রিটিরা।’
জামাইয়ের দলবদল প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘কংগ্রেস দলটাই এবার উঠে যাবে। যারা আত্মীয়স্বজন নিয়ে কারবার করেন তারা দল করেন না। কেউ যদি নেতা হন তাঁর পরিচয় কি তখন হতে পারে তিনি ফিরহাদ হাকিমের লোক?’