Saturday, July 27, 2024
দেশ

১৩০ কোটি ভারতীয়ই এয়ার স্ট্রাইকের প্রমাণ: মোদী

গাজিয়াবাদ: পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর তার ক্ষয়ক্ষতি, নির্দিষ্ট লক্ষ্যে বোমা পড়েছে কি না এবং কত জঙ্গির মৃত্যু হল সংক্রান্ত প্রশ্ন তুলে যাঁরা প্রমাণ চেয়েছিলেন, তাঁদের প্রত্যেককে ফের একবার একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তাঁর কথায়, এই ধরনের মানুষেরা আসলে পাকিস্তানকে সান্ত্বনা দিতে চাইছে এই ধরনের কথা বলে। মোদী বলেন, ভোর ৫ টায় উঠে ইসলামাবাদই প্রথম এয়ার স্ট্রাইক নিয়ে টুইট করে কান্না শুরু করেছিল। পাকিস্তান কি মূর্খ নাকি যে বলবে, আমাদের মারা হয়েছে?

উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে বর্ধিত মেট্রো পরিষেবা চালু করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিরোধীদের আক্রমণ করে বলেন, আমাদের লোক বলছে যে খতম করেছেন তো প্রমাণ দিন। ওরা কি মূর্খ যে বলবে ভারত হামলা করেছিল ? ১৩০ কোটি ভারতীয়ই আমার প্রমাণ। দয়া করে পাকিস্তানকে সান্তনা দেওয়ার এই প্রচেষ্টা বন্ধ করুন।

প্রধানমন্ত্রী বলেন, পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় যখন ৪০ জন জওয়ান শহিদ হল, তখন কি আমার (মোদীর) চুপ করে বসে থাকা উচিত ছিল? আমিও যদি আগের সরকারের মতো কাজ করি, তাহলে মানুষ কেন আমায় নির্বাচিত করেছেন?