Wednesday, April 23, 2025
কলকাতা

কলকাতায় ১০০০ কেজি বিস্ফোরক বোঝাই লরি আটক

কলকাতা: কলকাতায় আটক বিস্ফোরক বোঝাই লরি। শুক্রবার রাতে উত্তর কলকাতার বিটি রোডে টালা ব্রিজের কাছে বিস্ফোরক পদার্থ ভর্তি লরি আটক পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতার করা হয়েছে লরির চালক ও খালাসিকে। ধৃতদের নাম ইন্দ্রজিৎ ভুই ও পদ্মলোচন দে। দু’জনেই ওড়িশার বাসিন্দা বলে জানা গেছে।

এসটিএফ সূত্রে খবর, ওড়িশার বালাসোরের একটি কারখানা থেকে উত্তর ২৪ পরগনা নিয়ে যাওয়া হচ্ছিল প্রায় ১০০০ কেজি বিস্ফোরক। তবে ঠিক কী কারণে সেই কারখানা থেকে পটাশিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক পাঠানো হয়েছিল উত্তর ২৪ পরগনায়, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় স্পেশাল টাস্কফোর্স।

ঘটনায় ধৃত দুই ব্যক্তির থেকে এখনও পর্যন্ত খুব বেশি কিছু তথ্য বের করা যায়নি। আর তাই ওড়িশা রওনা দিচ্ছে STF-এর একটি বিশেষ দল। এদিকে দুই ধৃতকে তোলা হয়েছে ব্যাঙ্কশাল আদালতে। তাদের ২৩ মার্চ পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, উত্তর ২৪ পরগনার যে ঠিকানায় এই বিস্ফোরক পৌঁছানোর কথা ছিল, সেই ঠিকানাতেও যাচ্ছে স্পেশাল টাস্কফোর্সের অফিসাররা।

এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে খবর আসে ওড়িশা থেকে বিস্ফোরক বোঝাই একটা গাড়ি কলকাতায় ঢুকছে। উত্তর কলকাতা দিয়ে গাড়িটা ডানলপের দিকে যাবে। গোপন খবরের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে ২৭টা মুখবন্ধ বস্তায় প্রায় ১ হাজার কেজি বিস্ফোরকসহ একটি ট্রাক আটক করে এসটিএফ।