শিব ভক্তদের জন্য খুশির খবর, সেপ্টেম্বর থেকে সরাসরি কৈলাস পর্বতে যেতে পারবেন তীর্থযাত্রীরা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর থেকে তীর্থযাত্রীরা সরাসরি ভারত থেকে ভগবান শিবের বাসস্থান কৈলাস পর্বতে যেতে পারবেন। বর্তমানে কৈলাস পর্বতে যেতে হলে তীর্থযাত্রীদের তিব্বত হয়ে যেতে হয়। বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) কৈলাস তীর্থে সরাসরি যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করছে।
জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাস নাগাদ উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে লিপোলেখ পাস ইন্দো-চায়না সীমান্ত পর্যন্ত কৈলাস রুটের এই প্রজেক্টের কাজ শেষ হবে।
রাস্তার কাজ শেষ হলে রাস্তার পাশে ‘কৈলাস ভিউ পয়েন্ট’ তৈরি হয়ে যাবে। হীরক প্রকল্পকে ভারত সরকার ‘কৈলাস ভিউ পয়েন্ট’ তৈরির কাজ করছে। করোনার কারণে এই প্রকল্পের কাজ আটকে ছিলো।
উল্লেখ্য, সনাতন ধর্ম অনুযায়ী, কৈলাস পর্বত ভগবান শিবের বাসস্থান। এছাড়াও, ব্রহ্মপুত্র নদ, সিন্ধু, সুতলজ ও কর্নালি নদীর উৎস কৈলাস পর্বত। আধ্যাত্মিক মার্গ অনুযায়ী, কৈলাস পর্বত হলো পৃথিবীর গর্ভগৃহ এবং পৃথিবীর কেন্দ্র।