Saturday, May 11, 2024
দেশ

খাবার এবং কম্বল সঙ্গে নিয়ে আসবেন, যাত্রীদের জানাল রেল

নয়াদিল্লি: আজ ১১ মে, সোমবার বিকাল ৪টা থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেনের টিকিট বুকিং। আইআরসিটিসি ওয়েবসাইট (www.irctc.co.in) থেকেই কেবলমাত্র ট্রেনের টিকিট বুকিং করা যাবে। মঙ্গলবার থেকে ১৫ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হতে চলেছে। নয়াদিল্লি থেকে এই ১৫ জোড়া এসি ট্রেন চলবে।

এই ট্রেনে ট্রাভেল করতে হলে যাত্রীদের মানতে হবে একগুচ্ছ নীতি-নির্দেশিকা। নির্ধারিত সময়ের ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছতে হবে। ভারতীয় রেল জানিয়েছে, যেসমস্ত যাত্রীরা ট্রাভেল করবেন তাঁদের প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করতে হবে। স্টেশনে ঢোকার সময় প্রত্যেক যাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হবে। থার্মাল স্ক্রিনিংয়ের পর একমাত্র উপসর্গহীন যাত্রীদেরই ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হবে। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই বন্ধ করা হবে বোর্ডিং। প্রত্যেক যাত্রীর মাস্ক পরা বাধ্যতামূলক। সামাজিক দূরত্বও মেনে চলতে হবে।

রেলের তরফে জানানো হয়েছে, লকডাউনের কারণে খাদ্যের সংস্থান ও কর্মীদের অভাবে এই ট্রেনগুলিতে খাবার সরবরাহ করা সম্ভব হবে না। তাই দুপুরের কিংবা রাতের খাওয়ার ব্যবস্থা যাত্রীকেই করতে হবে। তবে যাত্রীরা চাইলে ক্যাটারিং স্টাফদের থেকে প্রি প্যাকেড স্ন্যাকস, বিস্কুট কিনে নিতে পারবেন। এছাড়া সংক্রমণের ঝুঁকি এড়াতে রেলের তরফে কোনও বালিশ, চাদর, কম্বল দেওয়া হবে না। যাদের কাছে বৈধ টিকিট থাকবে কেবলমাত্র তাঁরাই ট্রেনে উঠতে পারবেন। স্টেশন এবং কোচে সমস্ত যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার থেকে চালু হচ্ছে স্পেশাল রাজধানী যাত্রীবাহী রেলপরিষেবা। নয়াদিল্লি থেকে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দারবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুর, মদগাঁও, মুম্বাই, আহমেদাবাদ এবং জম্মু তাওয়াই-এ চলবে ট্রেন।